নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিরোধের ‘জের’ হিসেবে দেখছেন নিহত মিনহাজুর রহমানের (২৫) বন্ধু ও স্বজনেরা।
৪ ঘণ্টা আগেকুমিল্লায় হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। আজ মঙ্গলবার (২৮ জানয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেএকসময় ফেসবুকে স্ট্যাটাস দিলেও চাকরি হারানোর ভয় ছিল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগেসারা দেশে ২০২৪ সালে ২৬ হাজার ৬৫৯টি আগুন লাগার ঘটনা ঘটেছে। দিনে অগ্নিকাণ্ড হয়েছে গড়ে ৭৩টি। এই আগুনের ঘটনা বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস-সংক্রান্ত কারণে বেশি ঘটেছে।
৫ ঘণ্টা আগে