Ajker Patrika

পিএসসির প্রশ্নফাঁস: স্বীকারোক্তি দিয়েছেন আবেদসহ ৬ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০: ৩২
পিএসসির প্রশ্নফাঁস: স্বীকারোক্তি দিয়েছেন আবেদসহ ৬ জন 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার তিন কর্মকর্তাসহ ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৬ জন স্বীকারোক্তিমূলক করে ফৌজদারি কার্যবিধির ১৬৪  ধারায় জবানবন্দি দিয়েছেন।

ঢাকার আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

জবানবন্দি দেওয়া অপর ৫ জন হলেন পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডেসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন, সাইম হোসেন ও লিটন সরকার।

দুপুর ১টার দিকে ১৭ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জুয়েল চাকমা ৭ জনের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন। তাদের ৭ জন বিচারকের খাস কামরায় পাঠানো হয়।

বিচারকেরা হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম, মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, শান্ত ইসলাম মল্লিক, শাকিল আহমেদ, মেহেদী হাসান, আলী হায়দার ও মাহবুব আহমেদ।

সাতজনের মধ্যে ঢাবির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল জবানবন্দি দিতে অস্বীকার করেন।

অন্য ১০ জনকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। ওই ১০ জন হলেন পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবীর, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান ও আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এই ১০ জনকে শুনানি শেষে বিকেলে কারাগারে পাঠানো হয়।

যে ৬ জন জবানবন্দি দিয়েছেন এবং যিনি জবানবন্দি দিতে অস্বীকার করেছেন তাদের সবাইকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়।

গত রোববার রাতে বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে।

পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে সিআইডি। আটকের পর পুলিশের কাছে এরা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ ঘটনায় সোমবার রাত ১২ টার পর সিআইডি পুলিশের এসআই নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে পিএসসি কর্তৃক আয়োজিত বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে গত ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার আগে তারা প্রশ্নপত্র ফাঁস করে সেটা প্রকাশ করে এবং বিতরণ করেন। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্র ফাঁস করেন।

এজাহারে আরও বলা হয়, পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এই অসাধু চক্রটি জড়িত।

এজাহারে মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।

পলাতক ১৪ জন:
পলাতক ১৪ জন হলেন পিএসসির প্রাক্তন সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, দীপক বণিক, খোরশেদ আলম খোকন, কাজী মো. সুমন, একেএম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, মোহাম্মদ গোলাম হামিদুর রহমান, মো. মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এটিএম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম ও কৌশিক দেবনাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত