বাণিজ্য মেলা আর টোল আদায়ে ধীরগতি, গাউছিয়া-কুড়িল মহাসড়কে ১০ কিমি যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ০৮
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন সেতুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকেও এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে, বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সেই সঙ্গে কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট। 

এ নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (প্রশাসন) এম এ করিম বলেন, ‘কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপও তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগির যানজট নিয়ন্ত্রণে আসবে।’ 

সরেজমিনে গাউছিয়া-কুড়িল সড়কে গেলে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। 

নিয়মিত এই সড়কে যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামের এক ট্রাকচালক বলেন, ‘এখন আমাদের জন্য এই সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে যানজট বেশি। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন সেতু পার হতে ২০-২৫ মিনিট সময় লাগে।’ 

দীনেশ চন্দ্র পাল নামের এক বাসযাত্রী বলেন, ‘পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কালাদির বড়বাড়ি এলাকাই পার হতে পারিনি। কখন কাঞ্চন সেতু পার হব, আর কখন হাসপাতালে যেতে পারব বুঝতে পারছি না। এদিকে গাড়ি আটকে থাকার কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।’ 

বন্ধুবান্ধবকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাঁরা জানান, যানজটের কারণে হেঁটেই কাঞ্চন সেতুর দিকে যাচ্ছেন তাঁরা। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগে পৌঁছাতে চাইলে এ ছাড়া আর কোনো উপায় নেই। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত