সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’
শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিছু গাড়ি উল্টো পথে প্রবেশ করায় এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’
শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘একদিকে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ, আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিছু গাড়ি উল্টো পথে প্রবেশ করায় এই যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
২ ঘণ্টা আগে