রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম মনিরুজ্জামান মনির। তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। মনিরুজ্জামান মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় পৌর শ্রীরামপুর বাজার এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরুজ্জামানের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজ নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
নরসিংদীর রায়পুরায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম মনিরুজ্জামান মনির। তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। মনিরুজ্জামান মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় পৌর শ্রীরামপুর বাজার এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরুজ্জামানের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজ নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
৩ মিনিট আগেরাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৬ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৭ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৮ মিনিট আগে