মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন।
স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’
ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন।
স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’
ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৪৪ মিনিট আগে