নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।
তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।
কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’
ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’
ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’
গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।
তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।
কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’
ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’
ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’
গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে শ্মশান বানিয়ে ফেলেছে।
১৩ মিনিট আগেলক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেন্যূনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তাঁরা...
৪১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে