নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।
তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।
কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’
ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’
ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’
গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।
তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।
কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’
ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’
ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’
গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবিহ নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগে