ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন।
গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস।
হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন।
গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস।
হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১৪ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩৯ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে