প্রতিনিধি
রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।
রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৪ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২১ মিনিট আগে