Ajker Patrika

ইউএস-বাংলা মেডিকেল কলেজে নবীনবরণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউএস-বাংলা মেডিকেল কলেজে নবীনবরণ 

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ৮ম ব্যাচের (ইউএসবিএমসি: ৮) নবীনবরণ উদ্‌যাপন করা হয়েছে। আজ বুধবার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নবীন ও পুরাতন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে একজন আদর্শ চিকিৎসক হয়ে এ দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিক্ষা গ্রহণ ও পরবর্তী জীবনে ব্রতী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, নবীন শিক্ষার্থীদের দেশের মানুষের কথা বিবেচনা করে আদর্শ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হয়ে উঠতে হবে। চিকিৎসকদের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে তা থেকে শিক্ষা নিয়ে নবীন ছাত্রছাত্রী ও চিকিৎসকদের কাজ করার আহ্বান জানান। দেশের চিকিৎসা ক্ষেত্রে ইউএস-বাংলা মেডিকেল কলেজ অনবদ্য অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন ও ইউএস-বাংলা গ্রুপের উপদেষ্টা বিগ্রে. জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দীন (অব) প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত