Ajker Patrika

ছাত্রীকে যৌন হয়রানি, ভিকারুননিসায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৫০
ছাত্রীকে যৌন হয়রানি, ভিকারুননিসায় বিক্ষোভ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানের শাস্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। তাঁরা অবিলম্বে আবু সুফিয়ানকে চাকরিচ্যুত করার দাবি জানান। আবু সুফিয়ান বসুন্ধরা শাখার ইংরেজি শিক্ষক।

আজ সোমবার আবু সুফিয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। তাঁরা আবু সুফিয়ানের সঙ্গে কাজ করবেন না মর্মে স্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্রও পাঠিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা শাখার একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, আবু সুফিয়ানের সঙ্গে কাজ করবেন না মর্মে স্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্রও পাঠিয়েছেন।

তাঁরা আরও জানান, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে আবু সুফিয়ানের বিরুদ্ধে ওই শাখার প্রাথমিকের স্তরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরে তাঁকে অন্য শাখায় বদলি করা হয়। এরপর বদলি ঠেকাতে শিক্ষার্থীদের আন্দোলনে নামান আবু সুফিয়ান। পরে বাধ্য হয়ে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়।

গত ২৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষার্থীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার ও গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামকে লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

গত শনিবার (২ আগস্ট) তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার আল আমিন হালদার তদন্তের শুনানিতে বসুন্ধরা শাখায় যান। ওই দিন ১০ জন শিক্ষক, ওই ছাত্রীর মা-বাবা এবং দিবা শাখার ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের দাবি তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে এই শাখা থেকে সরাতে শিক্ষকদের একটি গ্রুপ এসব ষড়যন্ত্র করছে।’

এদিকে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বেইলি রোডের মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে বসুন্ধরা শাখা থেকে সরিয়ে আনা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বলেন, তদন্তের স্বার্থে আবু সুফিয়ানকে মূল শাখার অফিসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

১৯৫২ সালের ১৪ জানুয়ারি বেইলি রোডে যাত্রা শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের। পরে বসুন্ধরা, আজিমপুর, ধানমন্ডিতে শাখা খোলা হয়। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ২৭ হাজারের বেশি। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রায় এক হাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত