Ajker Patrika

জাল ভোট দেওয়ার চেষ্টা, তিন উপজেলায় ৪ জনের সাজা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাল ভোট দেওয়ার চেষ্টা, তিন উপজেলায় ৪ জনের সাজা 

নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোনারগাঁয়ে একজন, আড়াইহাজারে একজন ও রূপগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের কবির হোসেনের ছেলে আবু হানিফ, আড়াইহাজারের সমির উদ্দিন ভুঁইয়ার ছেলে জাইদুল করিম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি। 

সোনারগাঁয়ে আবু হানিফ জাল ভোট দেওয়ার সময় আটক হন প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি প্রবাসী জুয়েল নামে এক ব্যক্তি সেজে জাল ভোট দিতে এসেছিলেন। 

আড়াইহাজারের জাইদুল করিম ভূঁইয়া দোয়াত কলম প্রতীকের পোলিং এজেন্ট বের করে দেন ও তাঁদের মারধর করেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাইদুল উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুঁইয়ার ছোট ভাই। 

রূপগঞ্জ উপজেলার মাঝিনা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জাল ভোট দিতে এসে আটক হন ইমরান ও মফিজুল। এ সময় তাঁদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত