Ajker Patrika

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ৬ বাংলাদেশির দুজন পাংশার বাসিন্দা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৬
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ৬ বাংলাদেশির দুজন পাংশার বাসিন্দা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় লিবিয়ার দারনা শহরে ছয়জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে বলে ওই পোস্টটিতে জানা গেছে। ওই পোস্টে জানানো হয়, নিহত ছয়জনের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। 

তাঁরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে সুজন খান (২৩) এবং একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আরশেদ মণ্ডলের ছেলে শাহিন রেজা (৪০)। অপর দুজন হলেন নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব।

লিবিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির ফেসবুক পেজ।পাংশা উপজেলার শাহিনের বাবা আরশেদ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক কষ্টে অর্থ জোগাড় করে ১০ মাস আগে শাহিনকে লিবিয়ায় পাঠিয়েছিলাম। শাহিন লিবিয়ায় যাওয়ার পর থেকে সবকিছু ভালোই চলছিল। হঠাৎ ঘূর্ণিঝড়ে শাহিনের মৃত্যুর সংবাদ পেয়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শুনেছি শাহিনের মরদেহ লিবিয়াতেই দাফন করা হয়েছে।’

 এ দিকে সুজনের বড় ভাই জুবায়ের খান বলেন, ‘সুজন অনেক কম বয়সে, ২০১৯ সালে লিবিয়ায় যায়। সুজনের ওপরই ছিল সংসারের দায়িত্ব। গতকাল হঠাৎ খবর পেলাম, সুজন লিবিয়ায় মারা গেছে। তার লাশ কী অবস্থায় আছে জানি না। তবে লিবিয়ায় থাকা আমাদের মামাতো ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি, সুজনের মরদেহ নাকি সেখানে দাফন করা হয়ে গেছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত