Ajker Patrika

‘হাতির এজেন্ট আসলে বের করে দিবা’

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫: ২৬
‘হাতির এজেন্ট আসলে বের করে দিবা’

নারায়ণগঞ্জের দেওভোগে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হাতি প্রতীকের এজেন্ট ও স্লিপ নিয়ে এলে তাঁকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এক নৌকার সমর্থক। 

আজ রোববার বেলা ৯টার কিছু পরে স্কুলের ১ নম্বর ভোটকেন্দ্রের ২০৩ নম্বর কক্ষের সামনে এক আনসার সদস্যকে এমন নির্দেশ দিতে দেখা যায় নৌকা প্রতীকের ব্যাজ ঝোলানো এক সমর্থককে। এ সময় তিনি আনসার সদস্যকে বলতে থাকেন, ‘হাতির স্লিপ বা এজেন্ট আসলে বের করে দিবা।’ 

ওই আনসার সদস্যের ইউনিফর্মে নেমপ্লেট লাগানো ছিল না। নৌকা প্রতীকের ব্যাজ ঝোলানো যে সমর্থক হাতি প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার কথা বলছিলেন, তিনি সামনে সাংবাদিক দেখে চুপ হয়ে যান। নাম-পরিচয় জানতে চাইলে বললেন, ‘আমি ঠাট্টা করে বলছিলাম।’ 

এরপর দ্রুতই সেখান থেকে সরে যান তিনি। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত