ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আগামী ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোর্চা—সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
আজ সোমবার সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ।
সংবাদ সম্মেলনে শরিফুল শুভ বলেন, ‘সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক করেছি। উনি (কবির বিন আনোয়ার) আমাদের আশ্বাস দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করব। আশা করি আমাদের দাবি বাস্তবায়ন হবে।’
তিনি আরও বলেন, ‘পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন বলে আমরা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে, তিনি আমাদের দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন। আমরা আগামী মহাসমাগমে তার (সাদিক) কুশপুত্তলিকা দাহ করব এবং আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরব।’
এ সময় উপস্থিত ছিলেন—সদস্যসচিব মোহাম্মদ রাসেলসহ সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা।
উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়ে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আগামী ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোর্চা—সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
আজ সোমবার সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ।
সংবাদ সম্মেলনে শরিফুল শুভ বলেন, ‘সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক করেছি। উনি (কবির বিন আনোয়ার) আমাদের আশ্বাস দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র মহাসমাগম করব। আশা করি আমাদের দাবি বাস্তবায়ন হবে।’
তিনি আরও বলেন, ‘পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন বলে আমরা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে, তিনি আমাদের দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন। আমরা আগামী মহাসমাগমে তার (সাদিক) কুশপুত্তলিকা দাহ করব এবং আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরব।’
এ সময় উপস্থিত ছিলেন—সদস্যসচিব মোহাম্মদ রাসেলসহ সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা।
উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়ে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে