গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইয়ামিন হাওলাদার ওরফে আল আমিন (২৫) নামে এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাশের জঙ্গল এলাকার রাজু মেলকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইয়ামিন হাওলাদার দাশের জঙ্গল এলাকার মৃত ইয়ার বক্স হাওলাদারের ছেলে।
স্বজন ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ামিন দুবাই গিয়ে ১ বছর ৪ মাস ছিলেন। কিন্তু সেখানে গিয়ে শারীরিক বিভিন্ন সমস্যা, অবসাদ ও বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এ জন্য গত মাসে দেশে ফিরে আসেন। দেশে এসে মা ও ভাইবোনের সঙ্গে দাশের জঙ্গল এলাকার রাজু মেলকারের বাড়িতে ভাড়া থাকতেন ইয়ামিন। গতকাল বিকেলে ছোট ভাই ঈসমাইলকে (১১) মারধর করলে ইয়ামিনের মা তাঁকে নিষেধ করেন। কিন্তু তিনি ছোট ভাইকে আবার মারতে শুরু করলে ইয়ামিনের মা তাঁর ওপর রাগ করেন। এতে রাগ করে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরে সন্ধ্যার দিকে ইয়ামিনের মা ঘরের দরজা খুলতে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে মোবাইলের লাইট দিয়ে দেখেন ইয়ামিন ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে গোসাইরহাট থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ইয়ামিনের মা বলেন, ‘ইয়ামিনের মাথার ভেতরে কেমন জানি করে, সেইটা কইতে পারত না। তাঁর শরীর অনেক দুর্বল আছিল, দাঁড়াইলে নাকি চোখে দেখে না। দুবাইতে ওর ডিউটি অনেক ভালো আছিল। ফাইভস্টার হোটেলে চাকরি আছিল। দুবাই গিয়ে এক বছর চার মাস থাকলেও সেখানে কাজ করতে পারছে মাত্র তিন মাস। বাকি এক বছর এক মাস বইসা থাকতে হইছে। গত মাসের ২৯ তারিখ বাড়ি চইলা আসছে। কিন্তু আইজ আমার ছেলেডা কেন যে আমাগরে ছাইড়া একেবারে চইলা গেল?’
স্থানীয় জামাল ব্যাপারী বলেন, ‘ডাকচিৎকার শুইন্না আইসা জানালা দিয়া দেখি ইয়ামিন ঘরের আড়ার লগে ঝুলতাছে। তাড়াতাড়ি আমরা শাবল-কুড়াল আইন্না দরজা ভাইঙ্গা ভেতরে ঢুকছি। কিন্তু ভেতরে ঢুইক্কা দেহি ইয়ামিনের কোনো সাড়াশব্দ নাই। পরে থানায় খবর দেওয়া হইছে।’
এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক অনির্বাণ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাজু মেলকারের ভাড়া বাসা থেকে ইয়ামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইয়ামিন হাওলাদার ওরফে আল আমিন (২৫) নামে এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাশের জঙ্গল এলাকার রাজু মেলকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইয়ামিন হাওলাদার দাশের জঙ্গল এলাকার মৃত ইয়ার বক্স হাওলাদারের ছেলে।
স্বজন ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ামিন দুবাই গিয়ে ১ বছর ৪ মাস ছিলেন। কিন্তু সেখানে গিয়ে শারীরিক বিভিন্ন সমস্যা, অবসাদ ও বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এ জন্য গত মাসে দেশে ফিরে আসেন। দেশে এসে মা ও ভাইবোনের সঙ্গে দাশের জঙ্গল এলাকার রাজু মেলকারের বাড়িতে ভাড়া থাকতেন ইয়ামিন। গতকাল বিকেলে ছোট ভাই ঈসমাইলকে (১১) মারধর করলে ইয়ামিনের মা তাঁকে নিষেধ করেন। কিন্তু তিনি ছোট ভাইকে আবার মারতে শুরু করলে ইয়ামিনের মা তাঁর ওপর রাগ করেন। এতে রাগ করে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরে সন্ধ্যার দিকে ইয়ামিনের মা ঘরের দরজা খুলতে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে মোবাইলের লাইট দিয়ে দেখেন ইয়ামিন ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে গোসাইরহাট থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ইয়ামিনের মা বলেন, ‘ইয়ামিনের মাথার ভেতরে কেমন জানি করে, সেইটা কইতে পারত না। তাঁর শরীর অনেক দুর্বল আছিল, দাঁড়াইলে নাকি চোখে দেখে না। দুবাইতে ওর ডিউটি অনেক ভালো আছিল। ফাইভস্টার হোটেলে চাকরি আছিল। দুবাই গিয়ে এক বছর চার মাস থাকলেও সেখানে কাজ করতে পারছে মাত্র তিন মাস। বাকি এক বছর এক মাস বইসা থাকতে হইছে। গত মাসের ২৯ তারিখ বাড়ি চইলা আসছে। কিন্তু আইজ আমার ছেলেডা কেন যে আমাগরে ছাইড়া একেবারে চইলা গেল?’
স্থানীয় জামাল ব্যাপারী বলেন, ‘ডাকচিৎকার শুইন্না আইসা জানালা দিয়া দেখি ইয়ামিন ঘরের আড়ার লগে ঝুলতাছে। তাড়াতাড়ি আমরা শাবল-কুড়াল আইন্না দরজা ভাইঙ্গা ভেতরে ঢুকছি। কিন্তু ভেতরে ঢুইক্কা দেহি ইয়ামিনের কোনো সাড়াশব্দ নাই। পরে থানায় খবর দেওয়া হইছে।’
এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক অনির্বাণ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাজু মেলকারের ভাড়া বাসা থেকে ইয়ামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে