নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’
শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’
রাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’
শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’
রাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
১৬ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে