প্রতিনিধি, রাজবাড়ী
দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।
কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে।
বৃষ্টি নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে ঘাট পার হওয়ার অপেক্ষায় রয়েছি। প্রচণ্ড গরম ও অতিরিক্ত যাত্রীর চাপে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আমার ছোট বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করেছে। লকডাউনের কারণে ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরতে হচ্ছে।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।
দৌলতদিয়া ফেরিঘাটে এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি রয়েছে। তবে দুপুরের মধ্যেই দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা সব যানবাহন নদী পারাপার হয়ে যাবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোর ৬টা থেকে নতুন করে লকডাউন শুরু হলেও এখন পর্যন্ত দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহনের সারি দেখা যায়।
কুষ্টিয়া থেকে ঢাকামুখী ছাদ্দাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি, এখন সকাল ৯টা বাজে। ফেরিতে উঠতে আরও এক ঘণ্টা সময় লাগবে।
বৃষ্টি নামে আরেক যাত্রী বলেন, ‘রাত থেকে ঘাট পার হওয়ার অপেক্ষায় রয়েছি। প্রচণ্ড গরম ও অতিরিক্ত যাত্রীর চাপে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আমার ছোট বাচ্চাটা সারা রাত কান্নাকাটি করেছে। লকডাউনের কারণে ঈদের ছুটি শেষ না করেই ঢাকা ফিরতে হচ্ছে।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৪টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ জন্য ঘাটে যানবাহনের সারি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে ঘাট পারের অপেক্ষায় কোনো গাড়ি আর থাকবে না। অপরদিকে, আজ লকডাউন শুরু হওয়ার পর নতুন করে কোনো যানবাহন ঘাটে আসছে না বলেও জানান তিনি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে