গাজীপুর সিটি করপোরেশন: ৩ প্যানেল মেয়রের পদ বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সিটি করপোরেশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। 

এর আগে কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্ট তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন। 

সেইসঙ্গে তাদের নির্বাচিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তিন প্যানেল মেয়র হলেন–কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান। 

সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত