গাজীপুর সিটি করপোরেশন: ৩ প্যানেল মেয়রের পদ বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪৯

গাজীপুর সিটি করপোরেশনের তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সিটি করপোরেশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। 

এর আগে কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্ট তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করে মেয়রের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন। 

সেইসঙ্গে তাদের নির্বাচিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তিন প্যানেল মেয়র হলেন–কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মোছা. রাখি সরকার ও মো. মিজানুর রহমান। 

সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত