হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় এবং যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনার, আপনার পরিবারের নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’
আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, ‘আমি আপনাদের মতো শেখ হাসিনার একজন কর্মী। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি একটা কথাই বলেন, ‘আমার বিপদের সময়, দল পরিচালনার সময় এবং আমাকে ক্ষমতায় আনতে একনিষ্ঠভাবে সর্বক্ষণ যারা নিবেদিত প্রাণ, তারা হলো তৃণমূলের নেতা–কর্মীরা। এই তৃণমূলের কর্মীদের জন্যই আমি বেঁচে আছি। এই কর্মীদের জন্যই আমি ক্ষমতায় আসি। এই কর্মীদের জন্যই আমি দল পরিচালনা করতে পারি। এই তৃণমূলের কর্মীরাই আমাকে বারবার দল পরিচালনার দায়িত্ব দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনাই কিন্তু আমার একমাত্র আইডল। আমি জানি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, কোনো কিছুর আশায় নয়, কোনো কিছুই পাওয়া জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনাকে ভালোবেসেই আওয়ামী লীগ করেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কিন্তু আপনাদেরই। এই শেখ হাসিনার বাইরে এবং নৌকার বাইরে আমরা কেউ যাব না এ কথা আপনাদের মনে রাখতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় এবং যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনার, আপনার পরিবারের নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’
আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, ‘আমি আপনাদের মতো শেখ হাসিনার একজন কর্মী। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি একটা কথাই বলেন, ‘আমার বিপদের সময়, দল পরিচালনার সময় এবং আমাকে ক্ষমতায় আনতে একনিষ্ঠভাবে সর্বক্ষণ যারা নিবেদিত প্রাণ, তারা হলো তৃণমূলের নেতা–কর্মীরা। এই তৃণমূলের কর্মীদের জন্যই আমি বেঁচে আছি। এই কর্মীদের জন্যই আমি ক্ষমতায় আসি। এই কর্মীদের জন্যই আমি দল পরিচালনা করতে পারি। এই তৃণমূলের কর্মীরাই আমাকে বারবার দল পরিচালনার দায়িত্ব দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনাই কিন্তু আমার একমাত্র আইডল। আমি জানি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, কোনো কিছুর আশায় নয়, কোনো কিছুই পাওয়া জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনাকে ভালোবেসেই আওয়ামী লীগ করেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কিন্তু আপনাদেরই। এই শেখ হাসিনার বাইরে এবং নৌকার বাইরে আমরা কেউ যাব না এ কথা আপনাদের মনে রাখতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
৯ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২৬ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।
৩৮ মিনিট আগে