বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ০১: ৩৫

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শাহ্ জালাল বাচ্চু নেতৃত্বাধীন বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। গত শনিবার ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োজিত প্রশাসক ও নির্বাচন বোর্ড। 

জানা গেছে, বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের ৪৩ জন প্রার্থী নিরঙ্কুশ জয়লাভ করেছে। পরবর্তীতে সমিতির অভ্যন্তরীণ সভায় সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ মনোনীত করা হবে। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ২০২১-২০২৩ ইং মেয়াদের নির্বাচনে বর্তমান সভাপতি সাদেকুর রহমান সমর্থিত মোজাম্মেল-কামাল পরিষদের ভরাডুবি হয়। নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান শাহ্ জালাল বাচ্চু ভোট পেয়েছেন ৯ হাজার ৩৭৬ ভোট, তার বিপরীতে বর্তমান সভাপতি সাদেকুর রহমান পেয়েছেন ১৯১ ভোট এবং তাঁর সমর্থিত কাজী মফিজুল ইসলাম কামাল পেয়েছেন ৪৮১ ভোট ও মোজাম্মেল হক পেয়েছেন ২৩৯ ভোট। পরিচালক পদে জাকির হোসেন রনি পেয়েছেন ৯ হাজার ৩১৯ ভোট। 

ভোটাররা জানান, ৩৫ বছর ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির নির্বাচন শুধু দুইবার অনুষ্ঠিত হওয়ায় সাধারণ সদস্যরা ক্ষোভে ফুসে উঠেছে। সমিতির সভাপতি সাদেকুর রহমানের অসাংবিধানিক ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড সাধারণ সদস্যদের ক্ষোভের অন্যতম কারণ ছিল বলে জানান সাধারণ সদস্যরা। ভোটের মাধ্যমে সদস্যরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

ভোটাররা আরও জানান, সাদেকুর রহমান সমর্থিত একাধিক ব্যক্তি ওই নির্বাচনটি বানচাল করার জন্য ১৮টি মামলা দায়ের করেছে। পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচনের আদেশ দিলে গত শনিবার ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। 

সম্মিলিত ওষুধ ব্যবসায়ী সমিতির সদস্যসচিব জাকির হোসেন রনি বলেন, ‘সাদেকুর রহমান গত ৩৫ বছর যাবৎ মামলা মোকদ্দমাসহ বিভিন্ন বাহানায় সমিতির ক্ষমতা আঁকড়ে ছিলেন। এ সময়ে তারা অর্থনৈতিক অনিয়মসহ সমিতির কার্যক্রম মন্থর করে দিয়েছে। তাছাড়া, বারবার আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সব ষড়যন্ত্র ছিন্ন করে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে।’  

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত