‘শিবির নেতা’ স্বেচ্ছাসেবক লীগে: তাড়াইলে মহিলা লীগের ঝাড়ুমিছিল

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৫: ৫১
Thumbnail image

গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক করায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলের এক সপ্তাহ পর এর প্রতিবাদে ঝাড়ুমিছিল হয়েছে।

আজ শনিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে সকালে এই মিছিল করা হয়। তাড়াইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অজুফা বেগম, সাধারণ সম্পাদক দিলরুবা খানম রুবি ও সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তারের নেতৃত্বে মিছিলটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সভায় অজুফা বেগম বলেন, ‘উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে, সাবেক শিবির নেতা ও স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা উপজেলা মহিলা আওয়ামী লীগ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমরা কবিরের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি, স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’

গত ২০ জানুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদে পদায়ন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিগত ২১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের নেতৃত্বে এলাকায় আনন্দ মিছিল হয়।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের একাংশ ও সহযোগী সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয়ে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে শ্রমবিষয়ক সম্পাদক করায় উপজেলা নেতৃবৃন্দ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত