জুমার নামাজ পড়তে যাওয়ার সময় প্রাণ হারালেন কৃষক

ধনবাড়ী ( টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ১৯: ১০
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ৩৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মো. গোলাপ হোসেন (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ছলিম উদ্দিন নামের আরেকজন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারের বাবু পাগলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. গোলাপ হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ডুয়াইল ইউনিয়নের ডুয়াইল গ্রামের মৃত ইমাম আলীর ছেলে। আহত ছলিম উদ্দিন তাঁর ভাতিজা। 
 
স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়তে নিজ গ্রাম থেকে ধনবাড়ী উপজেলার স্থানীয় এক মসজিদে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মো. গোলাপ হোসেন ও ছলিম উদ্দিন। এ সময় পেছন থেকে আসা ধনবাড়ীগামী বেপরোয়া দ্রুতগতির একটি ট্রাক ধাক্কায় দেয়। মোটরসাইকেলের পেছন থেকে পড়ে মো. গোলাপ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করলে কিছু সময় পরে ঘটনাস্থলে মারা যান গোলাপ হোসেন। 

ডুয়াইল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সৈকত হোসেন বলেন, ‘ঘটনা জানার পরপরই গিয়ে দেখি গোলাপ হোসেন মারা গেছেন।’ 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘নিহতের পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় লাশ দিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা যায়নি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত