কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালীপূজা উপলক্ষে নৌকাবাইচ হয়েছে। গতকাল শুক্রবার রাধাগঞ্জ উপজেলার ঘাঘর নদের খেজুরবাড়ি থেকে মান্দ্রা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ নৌকাবাইচ হয়। বাইচ দেখতে নদের দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করে।
বেলা ২টার দিকে এই বাইচ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। রাধাগঞ্জ বাজার বণিক সমিতি এই আয়োজন করে। উপজেলাসহ এর আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত বাইচ দল অংশ নেয়। বাইচ ঘিরে নদের দুই পাড়ে বসেছিল গ্রামীণ মেলা। এ ছাড়া ছোট ছোট নৌকায় বাদাম, চানাচুর, মুড়ি-মুড়কির ভাসমান দোকান নিয়ে অনেককেই বেচাকেনা করতে দেখা গেছে।
মাদারীপুর জেলার ডাসার উপজেলা থেকে আগত সুদেব বিশ্বাস বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অনেক দিন পরে উৎসবমুখর পরিবেশে বাইচ দেখলাম।’
নৌকাবাইচ শেষে রাধাগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে বাইচে অংশ নেওয়া প্রতিযোগী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালীপূজা উপলক্ষে নৌকাবাইচ হয়েছে। গতকাল শুক্রবার রাধাগঞ্জ উপজেলার ঘাঘর নদের খেজুরবাড়ি থেকে মান্দ্রা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ নৌকাবাইচ হয়। বাইচ দেখতে নদের দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করে।
বেলা ২টার দিকে এই বাইচ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। রাধাগঞ্জ বাজার বণিক সমিতি এই আয়োজন করে। উপজেলাসহ এর আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত বাইচ দল অংশ নেয়। বাইচ ঘিরে নদের দুই পাড়ে বসেছিল গ্রামীণ মেলা। এ ছাড়া ছোট ছোট নৌকায় বাদাম, চানাচুর, মুড়ি-মুড়কির ভাসমান দোকান নিয়ে অনেককেই বেচাকেনা করতে দেখা গেছে।
মাদারীপুর জেলার ডাসার উপজেলা থেকে আগত সুদেব বিশ্বাস বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অনেক দিন পরে উৎসবমুখর পরিবেশে বাইচ দেখলাম।’
নৌকাবাইচ শেষে রাধাগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে বাইচে অংশ নেওয়া প্রতিযোগী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৮ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে