গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বন খড়িয়ায় গত ১৩ ডিসেম্বর রেললাইন কেটে নাশকতা করার মামলায় গাজীপুর সিটি করপোরেশন এক কাউন্সিলরকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের স্বীকারোক্তিতে নাম আসায় তাঁকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউন্সিলরের নাম শাহিন আলম। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শাহিন আলম ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পরও তিনি নির্বাচনে বিজয়ী হন।
গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন মামলার তদন্ত সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মাকসুদের রহমান।
মাকসুদের রহমান বলেন, ‘কাউন্সিলর শাহিন আলম সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে আমরা তাঁকে নিয়ে আসি। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
২০২৩ সালের ১৩ ডিসেম্বর একদল দুষ্কৃতকারী ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনঘরিয়া চিনাই রেল ব্রিজের পাশে ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাত বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং ১০ জন আহত হন। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
নাশকতা ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভুঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাত আসামির মধ্যে পাঁচজন ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।
মাকসুদের রহমান জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগরীর সদর থানার উত্তর ছায়াবিথী এলাকার শাহানুর আলম (৫০), নেত্রকোনার মদন থানার বারই বাজার এলাকার জান্নাতুল ইসলাম (২০), ময়মনসিংহের ভালুকা থানার বান্দীয়া গ্রামের মেহেদী হাসান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪ নম্বর ওয়ার্ডের জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২) ও গাজীপুর মহানগরীর সদর থানার মধ্য ছায়াবিথী এলাকার সোহেল রানা (৩৮)।
গাজীপুরের শ্রীপুরে বন খড়িয়ায় গত ১৩ ডিসেম্বর রেললাইন কেটে নাশকতা করার মামলায় গাজীপুর সিটি করপোরেশন এক কাউন্সিলরকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের স্বীকারোক্তিতে নাম আসায় তাঁকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউন্সিলরের নাম শাহিন আলম। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শাহিন আলম ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পরও তিনি নির্বাচনে বিজয়ী হন।
গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন মামলার তদন্ত সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মাকসুদের রহমান।
মাকসুদের রহমান বলেন, ‘কাউন্সিলর শাহিন আলম সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে আমরা তাঁকে নিয়ে আসি। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
২০২৩ সালের ১৩ ডিসেম্বর একদল দুষ্কৃতকারী ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনঘরিয়া চিনাই রেল ব্রিজের পাশে ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাত বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং ১০ জন আহত হন। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
নাশকতা ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভুঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাত আসামির মধ্যে পাঁচজন ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।
মাকসুদের রহমান জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগরীর সদর থানার উত্তর ছায়াবিথী এলাকার শাহানুর আলম (৫০), নেত্রকোনার মদন থানার বারই বাজার এলাকার জান্নাতুল ইসলাম (২০), ময়মনসিংহের ভালুকা থানার বান্দীয়া গ্রামের মেহেদী হাসান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪ নম্বর ওয়ার্ডের জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২) ও গাজীপুর মহানগরীর সদর থানার মধ্য ছায়াবিথী এলাকার সোহেল রানা (৩৮)।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে