হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘদিন পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। স্বাভাবিক হতে চলেছে শিক্ষা কার্যক্রম। ছাত্ররাজনীতি আবারও চাঙা হবে আশা নেতা-কর্মীদের। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। জীবনবৃত্তান্ত চাওয়ার পর থেকে উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে।
জানা যায়, ২০১৪ সালের নভেম্বরে সোহেল হোসেনকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন তৎকালীন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিবুল হাসান। তবে সাত বছর পার হলেও কলেজে কমিটি না থাকায় কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও রাসেল হোসেনের নেতৃত্বে কলেজে দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। তবে রাসেল হোসেন বিয়ে করে সংসার করছেন। তিনি কলেজ রাজনীতিতে আগের মতো সক্রিয় নন।
সম্প্রতি সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিলে কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব অনেকটা বেড়ে যায়।
সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজে সভাপতির পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) এবং উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাব্বির হোসেন।
এদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য নাহিদুর রহমান নয়ন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) ও উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক পার্থ সরকার (বিএসএস, প্রথম বর্ষ) এবং তীর্থ চৌধুরী আলোচনায় রয়েছেন।
সভাপতি পদপ্রত্যাশী দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজে দলীয় প্রোগ্রাম করে আসছি। দীর্ঘদিন পর কমিটি হবে। নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে উৎফুল্লতা বিরাজ করছে।’
সাব্বির হোসেন বলেন, কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব বিরাজ করছে। নতুন নেতৃত্বের অপেক্ষায় নেতা-কর্মীরা।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নাহিদুর রহমান বলেন, নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ জানান, গত মঙ্গলবার হরিরামপুর উপজেলার অন্যতম দুটি ইউনিট সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত সাত দিনের মধ্যে দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নির্দেশ দিয়েছে।
ছাত্রলীগের কমিটিতে কোনো অনুপ্রবেশকারী আসবে না জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজসহ জেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। কোনো কমিটিতে সংগঠনে বিশৃঙ্খলাকারী কাউকে রাখা হবে না।
দীর্ঘদিন পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। স্বাভাবিক হতে চলেছে শিক্ষা কার্যক্রম। ছাত্ররাজনীতি আবারও চাঙা হবে আশা নেতা-কর্মীদের। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের কর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। জীবনবৃত্তান্ত চাওয়ার পর থেকে উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলেজ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে।
জানা যায়, ২০১৪ সালের নভেম্বরে সোহেল হোসেনকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন তৎকালীন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিবুল হাসান। তবে সাত বছর পার হলেও কলেজে কমিটি না থাকায় কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও রাসেল হোসেনের নেতৃত্বে কলেজে দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। তবে রাসেল হোসেন বিয়ে করে সংসার করছেন। তিনি কলেজ রাজনীতিতে আগের মতো সক্রিয় নন।
সম্প্রতি সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিলে কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব অনেকটা বেড়ে যায়।
সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজে সভাপতির পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) এবং উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাব্বির হোসেন।
এদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য নাহিদুর রহমান নয়ন (বিএসএস, দ্বিতীয় বর্ষ) ও উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক পার্থ সরকার (বিএসএস, প্রথম বর্ষ) এবং তীর্থ চৌধুরী আলোচনায় রয়েছেন।
সভাপতি পদপ্রত্যাশী দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজে দলীয় প্রোগ্রাম করে আসছি। দীর্ঘদিন পর কমিটি হবে। নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে উৎফুল্লতা বিরাজ করছে।’
সাব্বির হোসেন বলেন, কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব বিরাজ করছে। নতুন নেতৃত্বের অপেক্ষায় নেতা-কর্মীরা।
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নাহিদুর রহমান বলেন, নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ জানান, গত মঙ্গলবার হরিরামপুর উপজেলার অন্যতম দুটি ইউনিট সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত সাত দিনের মধ্যে দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নির্দেশ দিয়েছে।
ছাত্রলীগের কমিটিতে কোনো অনুপ্রবেশকারী আসবে না জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজসহ জেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। কোনো কমিটিতে সংগঠনে বিশৃঙ্খলাকারী কাউকে রাখা হবে না।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৯ ঘণ্টা আগে