কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের মুখমণ্ডলে কালো রং দিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের একটি ফেসবুক গ্রুপে আজ সোমবার সকালে বিষয়টি পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় শহরের আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, পৌর মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ইটনা উপজেলার রায়টুটি এলাকার পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তবে ওই ক্যামেরা এখন অকেজো অবস্থায় রয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই দুজন মানুষ আওয়ামী লীগের নন, কিশোরগঞ্জেরও নন, তাঁরা আমাদের বাংলাদেশের রত্ন। এটা দুঃখজনক। ম্যুরালের মুখমণ্ডলে কালো রং দিয়ে বিকৃত করা কিসের ইঙ্গিত? ইতিহাস মুছে দেওয়ার এ রকম পাঁয়তারাকে ধিক্কার জানান তাঁরা। এখনেই শক্ত হাতে তাদের প্রতিহত না করতে পারলে সামনে আরও ভয়ংকর কিছু হবে বলে জানান তাঁরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশকে বলা হয়েছে। পুলিশ নিরাপত্তা দিচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায় কি না, সে বিষয়ে মেয়র মো. পারভেজ মিয়াকে বলা হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আমরা তৎপর রয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম বলেন, ‘আমি এ হীন ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবেই হবে। এর আগেও গত বছর আশরাফ ভাইয়ের ম্যুরালে আঘাত করা হয়েছে। এর সঠিক বিচার আমরা পাইনি।’
উল্লেখ্য, আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন নরসুন্দা নদীর তীরে সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালটি নির্মিত হয় জেলা পরিষদের অর্থায়নে। ২০২০ সালের ২৬ আগস্ট ম্যুরালটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে কিশোরগঞ্জ পৌরসভা। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৩০ নভেম্বর ম্যুরালটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
কিশোরগঞ্জ শহরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের মুখমণ্ডলে কালো রং দিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের একটি ফেসবুক গ্রুপে আজ সোমবার সকালে বিষয়টি পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় শহরের আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, পৌর মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ইটনা উপজেলার রায়টুটি এলাকার পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তবে ওই ক্যামেরা এখন অকেজো অবস্থায় রয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই দুজন মানুষ আওয়ামী লীগের নন, কিশোরগঞ্জেরও নন, তাঁরা আমাদের বাংলাদেশের রত্ন। এটা দুঃখজনক। ম্যুরালের মুখমণ্ডলে কালো রং দিয়ে বিকৃত করা কিসের ইঙ্গিত? ইতিহাস মুছে দেওয়ার এ রকম পাঁয়তারাকে ধিক্কার জানান তাঁরা। এখনেই শক্ত হাতে তাদের প্রতিহত না করতে পারলে সামনে আরও ভয়ংকর কিছু হবে বলে জানান তাঁরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশকে বলা হয়েছে। পুলিশ নিরাপত্তা দিচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা যায় কি না, সে বিষয়ে মেয়র মো. পারভেজ মিয়াকে বলা হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আমরা তৎপর রয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম বলেন, ‘আমি এ হীন ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবেই হবে। এর আগেও গত বছর আশরাফ ভাইয়ের ম্যুরালে আঘাত করা হয়েছে। এর সঠিক বিচার আমরা পাইনি।’
উল্লেখ্য, আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন নরসুন্দা নদীর তীরে সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালটি নির্মিত হয় জেলা পরিষদের অর্থায়নে। ২০২০ সালের ২৬ আগস্ট ম্যুরালটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অন্যদিকে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে কিশোরগঞ্জ পৌরসভা। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৩০ নভেম্বর ম্যুরালটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৭ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১২ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
৩০ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে