নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার আারিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৫), কুমিল্লার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) এবং রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ে ডাকতি ও খুনের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১০ মার্চ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন মূল ডাকাতদের সহায়তা করে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, প্রথম গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের যাদুরচর, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ ও আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও এক ভরি স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে আজ (মঙ্গলবার) আশুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিনে রাত ৮টার দিকে ডাকাত ইমরান ও তাঁর দুই ভাই শাহ আলম আর আরমানসহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে নয়ারহাট বাজারে যায়। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থল পাহারা দেন।
তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কোপ দেন এবং মাসুদ রানা ওরকে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা গাড়িতে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ লুট ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় আট থেকে নয়জন পেশাদার ডাকাত সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে গতকাল (সোমবার) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার আারিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৫), কুমিল্লার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) এবং রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ে ডাকতি ও খুনের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১০ মার্চ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন মূল ডাকাতদের সহায়তা করে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, প্রথম গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের যাদুরচর, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ ও আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও এক ভরি স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে আজ (মঙ্গলবার) আশুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিনে রাত ৮টার দিকে ডাকাত ইমরান ও তাঁর দুই ভাই শাহ আলম আর আরমানসহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে নয়ারহাট বাজারে যায়। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থল পাহারা দেন।
তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কোপ দেন এবং মাসুদ রানা ওরকে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা গাড়িতে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ লুট ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় আট থেকে নয়জন পেশাদার ডাকাত সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে গতকাল (সোমবার) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য আসা ভিজিএফের বিশেষ সহায়তার কার্ড ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলার বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেদখল, দূষণে নিশ্চিহ্ন হওয়ার পথে বাগেরহাট পৌরসভার অভ্যন্তরের সব খাল। দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা হারানো খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বর্ষা মৌসুমে রোগবালাইসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
৫ ঘণ্টা আগেদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার কৃষক মোমিনুল ইসলাম। এবার তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিনি। একটি ট্রাক্টরে করে ১৮ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী উপজেলার রাঙামাটির ফুলবাড়ী কোল্ডস্টোরেজে এসেছেন। সিরিয়ালের কোনো স্লিপ পাননি। আদৌ আলু হিমাগারে রাখতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
৬ ঘণ্টা আগেবরিশাল নগরীতে সুজন হাওলাদার (২৪) নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা মামলা করা হয়নি। বরং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে
৬ ঘণ্টা আগে