Ajker Patrika

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন: ৬ জন গ্রেপ্তার, স্বর্ণ ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
ফাইল ছবি
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার আারিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫) ও মো. আরমান শেখ (৩৫), কুমিল্লার মো. মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) এবং রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫)।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ মার্চ আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ে ডাকতি ও খুনের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১০ মার্চ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন মূল ডাকাতদের সহায়তা করে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, প্রথম গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের যাদুরচর, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ ও আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও এক ভরি স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এদিকে আজ (মঙ্গলবার) আশুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিনে রাত ৮টার দিকে ডাকাত ইমরান ও তাঁর দুই ভাই শাহ আলম আর আরমানসহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে নয়ারহাট বাজারে যায়। ইমরান ও আকাশ গাড়ির ভেতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থল পাহারা দেন।

তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। রিপন ও আরিফ দুটি চাপাতি দিয়ে ব্যবসায়ী দিলীপ দাসকে কোপ দেন এবং মাসুদ রানা ওরকে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা গাড়িতে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘স্বর্ণ লুট ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় আট থেকে নয়জন পেশাদার ডাকাত সরাসরি জড়িত ছিল। তাদের মধ্যে গতকাল (সোমবার) ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

সাড়ে ৩ মিনিটে যমুনা নদী পার, চালু হলো দেশের দীর্ঘতম রেলসেতু

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত