Ajker Patrika

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ঈদুল আজহা পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৪: ৪৮
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে বিগত ২২ দিন ধরে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে বিগত ২২ দিন ধরে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়াসহ বিভিন্ন দাবিতে বিগত ২২ দিন ধরে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদায়ি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আসছে ঈদুল আজহা থেকে শিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়ায় তাঁরা ঈদুল আজহা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সে জন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছেন।’

শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিদাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলবে।’

সংবাদ সম্মেলনে জোটের সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, যুগ্ম সদস্যসচিব আবুল বাসারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আগামী ঈদুল আজহা থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন ভাতা বাড়ার বার্তা দেন।

সাবেক শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তাদের (এমপিওভুক্ত শিক্ষকদের) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। কিন্তু আমি জানি, কারণ সেটুকু বাজেটের মধ্যে, এ বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটার পজিশন রাখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত