দুই দফা দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

জাবি প্রতিনিধি 
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫: ২৮
Thumbnail image
অনশনরত জিয়াউদ্দিন আয়ান। ছবি: সংগৃহীত

জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতসহ দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।

আজ রোববার সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। তাঁর অন্য দাবিটি হলো—অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

জিয়া উদ্দিন আয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে এবং যারা হামলায় মদদ দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত সেপ্টেম্বরে প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে, চার মাস পার হয়ে যাওয়ার পরেও তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা পর্যন্ত হয়নি।’

আয়ান আরও বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা (অভিযুক্তরা) প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করছে। হামলাকারীদের বিচারের দাবিতে সরব হওয়ায় গত ৮ ডিসেম্বর আমাকে ডেইরি গেটে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আমি এ বিষয়ে প্রশাসনকে অবগত করলে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করা ছাড়া সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে জুলাইয়ে হামলাকারীদের বিচার নিশ্চিত না করা হলে আমি আমার নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।’

অবিলম্বে জাকসু কার্যকরের দাবি জানিয়ে জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমাদের জুলাই বিপ্লবের ৯ দফা দাবির অন্যতম একটি ছিল—প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় মিটিং করার মুলা ঝুলিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে এবং জাকসু কার্যকরের রোডম্যাপ প্রকাশ না করা হবে, নির্বাচন কমিশন গঠন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই অনশন চলবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করি। এই হামলায় মূলত অনেকে জড়িত থাকায় এবং তিন দিনের ঘটনা তদন্ত করতে তদন্ত কমিটি একটু বেশি সময় নিয়েছে। আগামী ৭ জানুয়ারি এই তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু কার্যকরের রোডম্যাপ প্রকাশের জন্য পাঁচ কর্মদিবস সময় নিয়েছিল। আগামীকাল সেই পাঁচ দিন শেষ হবে এবং আমরা আমাদের দেওয়া কথা অনুযায়ী আগামীকাল জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন ও রোড ম্যাপ প্রকাশ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত