রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে গিয়ে উদ্ধার হওয়া যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে পড়ে যাওয়ার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা-বার্তা বলছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার এসব তথ্য জানিয়েছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির।
ওই যুবকের নাম বাঁধন মোল্লা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ কর্মকর্তা সিরাজুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বরকত নামের একটি রো রো ফেরি থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে উদ্ধার করে পাড়ে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে।’
ওসি সিরাজুল কবির বলেন, ‘কেন ওই যুবক ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। অনেকেই বলছে, ওই যুবক ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এ বিষয়েও কোনো অভিযোগ পাইনি। ঘটনার পর ফেরি বরকতের স্টাফদের সঙ্গে কথা বললে তারাও কিছু জানেন না বলে জানিয়েছে।’
নৌ-পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পুলিশের ধারণা ওই যুবক নেশাগ্রস্ত ছিল। সে কারণে হয়তো মাথা ঘুরে নদীতে পরে যায়। তার সঙ্গে কথা বলে অসংলগ্ন কথা-বার্তা পাওয়া গেছে। এ ছাড়া ওই যুবকের নামে ঢাকার শাহ আলী থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় তিন বছর জেলও খেটেছে। জেলে যাওয়ার আগে দৌলতদিয়া যৌনপল্লিতে সে বিয়ে করে। জেল থেকে বেড় হয়ে এসে, সে তাঁর স্ত্রীকে খুঁজে পায়নি। ঘটনার আগের রাতে সে যৌনপল্লিতে ছিল। হয়তো নেশাগ্রস্ত থাকার কারণে ফেরি থেকে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
রাজবাড়ীতে পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে গিয়ে উদ্ধার হওয়া যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে পড়ে যাওয়ার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা-বার্তা বলছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার এসব তথ্য জানিয়েছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির।
ওই যুবকের নাম বাঁধন মোল্লা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ কর্মকর্তা সিরাজুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বরকত নামের একটি রো রো ফেরি থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে উদ্ধার করে পাড়ে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে।’
ওসি সিরাজুল কবির বলেন, ‘কেন ওই যুবক ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। অনেকেই বলছে, ওই যুবক ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এ বিষয়েও কোনো অভিযোগ পাইনি। ঘটনার পর ফেরি বরকতের স্টাফদের সঙ্গে কথা বললে তারাও কিছু জানেন না বলে জানিয়েছে।’
নৌ-পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পুলিশের ধারণা ওই যুবক নেশাগ্রস্ত ছিল। সে কারণে হয়তো মাথা ঘুরে নদীতে পরে যায়। তার সঙ্গে কথা বলে অসংলগ্ন কথা-বার্তা পাওয়া গেছে। এ ছাড়া ওই যুবকের নামে ঢাকার শাহ আলী থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় তিন বছর জেলও খেটেছে। জেলে যাওয়ার আগে দৌলতদিয়া যৌনপল্লিতে সে বিয়ে করে। জেল থেকে বেড় হয়ে এসে, সে তাঁর স্ত্রীকে খুঁজে পায়নি। ঘটনার আগের রাতে সে যৌনপল্লিতে ছিল। হয়তো নেশাগ্রস্ত থাকার কারণে ফেরি থেকে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
২৬ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২ ঘণ্টা আগে