নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম (৬) নামের এক শিশুকে ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আসামি মিঠু ভূঁইয়াকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ভিন্ন দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিঠু ভূইয়ার বাড়ি রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামি মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলেন। সেই ট্রলি গাড়ির মালিক ছিল নিহত শিশুটির বাবা মোফাজ্জল হোসেন। গাড়ির বিষয় নিয়ে মোফাজ্জলের সঙ্গে মিঠুর ঝগড়া হলে একপর্যায়ে মিঠুকে চর থাপ্পড় মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলেন।
সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মোফাজ্জলের ছেলে সিয়ামকে বিভিন্ন প্রলোভনে বাড়ির বাইরে নিয়ে আসেন মিঠু। পরে তাকে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে মিঠু ফোন দিয়ে জানায় নিখোঁজ ছেলের আশা ছেড়ে দিতে।
এ ঘটনার পর শিশুটির মা ফারজানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ আটজন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম (৬) নামের এক শিশুকে ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আসামি মিঠু ভূঁইয়াকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ভিন্ন দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিঠু ভূইয়ার বাড়ি রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আসামি মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলেন। সেই ট্রলি গাড়ির মালিক ছিল নিহত শিশুটির বাবা মোফাজ্জল হোসেন। গাড়ির বিষয় নিয়ে মোফাজ্জলের সঙ্গে মিঠুর ঝগড়া হলে একপর্যায়ে মিঠুকে চর থাপ্পড় মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলেন।
সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মোফাজ্জলের ছেলে সিয়ামকে বিভিন্ন প্রলোভনে বাড়ির বাইরে নিয়ে আসেন মিঠু। পরে তাকে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে মিঠু ফোন দিয়ে জানায় নিখোঁজ ছেলের আশা ছেড়ে দিতে।
এ ঘটনার পর শিশুটির মা ফারজানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ আটজন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে