আপনারা কেমন আছেন, প্রধানমন্ত্রী জানতে চান: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৪: ৪৬
Thumbnail image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আপনারা হলেন আমাদের প্রিয়জন, আমাদেরকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে জানতে চান ওঁদের (আপনাদের) কী অবস্থা, ওঁরা কেমন আছে।’ 

আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামের ঈদ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’ 

তিনি আরও বলেন, ‘এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।’ 

এ সময় উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত