Ajker Patrika

একাধিক ভুয়া ফেসবুক আইডি, জিডি করল কাকলি ফার্নিচার

প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২১, ১৪: ১১
একাধিক ভুয়া ফেসবুক আইডি, জিডি করল কাকলি ফার্নিচার

গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।

সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।

সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।

গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত