Ajker Patrika

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি
হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। আজ রোববার দুপুরে তাঁকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে ওয়াছিকুর নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের বোন মোসাম্মাৎ পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

নিহত ওয়াছিকুর। ছবি: সংগৃহীতএ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের মজিবর শিকদার (৬৮), একই এলাকার ইকবাল সিকদার (৩৮), সবুজ সিকদার (৩৫) ও রফিক খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত