গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর তুরাগ নদে ভাসমান অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মহানগরীর গাছা থানার পলাশোনা গোদারাঘাটের উত্তর পাশের পিবিসি ইট ভাটার পূর্ব পাশ থেকে মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌফাঁড়ি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় একটি মামলা দায়ের করা করেছেন।
মৃত ছাত্রের নাম মোয়াজের বিন আলম (২৩)। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ঢাকার নিজ বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি মোয়াজের বিন আলম। পরবর্তীতে এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর বাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার সকালে তাঁর মরদেহ পলাশোনার তুরাগ নদীর পূর্বপাড়ে ভাসমান অবস্থা পড়ে থাকার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে তাঁর পরিবার। পরে গাছা থানা-পুলিশ, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে নৌ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রোববার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ইসলামপুর এলাকার নদীপাড় থেকে তাঁর গায়ের কাপড় উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর মহানগরীর তুরাগ নদে ভাসমান অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মহানগরীর গাছা থানার পলাশোনা গোদারাঘাটের উত্তর পাশের পিবিসি ইট ভাটার পূর্ব পাশ থেকে মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌফাঁড়ি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় একটি মামলা দায়ের করা করেছেন।
মৃত ছাত্রের নাম মোয়াজের বিন আলম (২৩)। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ঢাকার নিজ বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি মোয়াজের বিন আলম। পরবর্তীতে এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর বাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার সকালে তাঁর মরদেহ পলাশোনার তুরাগ নদীর পূর্বপাড়ে ভাসমান অবস্থা পড়ে থাকার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে তাঁর পরিবার। পরে গাছা থানা-পুলিশ, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে নৌ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রোববার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ইসলামপুর এলাকার নদীপাড় থেকে তাঁর গায়ের কাপড় উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজন চার আসামির কাছ থেকে নেওয়া ঘুষের ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দিয়েছেন এক পুলিশ সদস্য। আজ বুধবার এক ভুক্তভোগীর বাবা মোনায়েম হোসেনকে ডেকে ঘুষের ওই টাকা ফেরত দেন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার
১৬ মিনিট আগেবগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা গেছেন। আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেরাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
১ ঘণ্টা আগে