বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করা সন্দেহে আটক ৩

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২৩: ০৫
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পরে গুলি করা সন্দেহে তিন যুবকে ধরে নিয়ে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা কলেজের ভেতরে তিনজনকে বেঁধে মারধর করেন। পরে নিউমার্কেট থানা-পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাঁদের তিনজনকে উদ্ধার ঢাকা মেডিকেলে নিয়ে আসে। 

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা কলেজের ভেতরে ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন সোহেল (৩২), হাসিবুর রহমান শাওন (৩৪) ও আমিনুল ইসলাম সুমন (৩৭)। 

চিকিৎসা দিয়ে সন্ধ্যার দিকে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যরা আহত তিনজনকে জরুরি বিভাগ দিয়ে বের করার সময় ছাত্রদের রোষানলে পড়েন। ছাত্ররা তিনজনকে ফের মারতে শুরু করেন এবং গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ রকম আধা ঘণ্টা হট্টগোল চলে। পরে আস্তে আস্তে নিউমার্কেটের দিকে চলে যায়। তবে ছাত্ররাও তাঁদের পিছু পিছু যান। ছাত্ররা বলতে থাকেন ১৫ জুলাই হেলমেট পরে আমাদের ভাই বোনদের ওপর প্রকাশ্যে গুলি করে। এতে আমাদের অনেকেই শহীদ হন। 

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পেয়ে ঢাকা কলেজ থেকে তিনজনকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত