মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৪ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৩ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৩ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে