Ajker Patrika

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দৌলত হোসেনকে কুপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার গোগনগর সেতুর পাশে তাঁকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন গোগনগর এলাকার মো. হোসেন, তন্ময় ও মো. মাসুদ। দৌলত হোসেন জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সম্প্রতি গোগনগর এলাকায় সম্পত্তি নিয়ে স্থানীয় রবিন ও তাঁর সমর্থকদের সঙ্গে লুৎফর রহমানের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়। মারামারির সময় রবিনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন দৌলত ও তাঁর সমর্থকেরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোগনগর সেতু এরাকায় দৌলতের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্তরা। পরে তাঁরা দৌলতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা আছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত