Ajker Patrika

টঙ্গীতে বাসের ধাক্কায় নারী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২: ৪২
টঙ্গীতে বাসের ধাক্কায় নারী নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় চাঁদনী আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদনী আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজীরহাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। তাঁর স্বামী অপু প্রবাসে রয়েছেন। চাঁদনী স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানার বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন চাঁদনী। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে চাঁদনী ছিটকে গিয়ে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পাঠানোর পর নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত