Ajker Patrika

ফের অটোরকিশার ব্যাটারি চুরি, মাইকিং করে ক্ষোভে ঝারলেন যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি
সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি চুরির পর মাইকিং করে ক্ষোভ ঝারেন হৃদয়। ছবি: সংগৃহীত
সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি চুরির পর মাইকিং করে ক্ষোভ ঝারেন হৃদয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেরেছেন এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাঁর মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।

মাইকিং করা যুবকের নাম হৃদয় (২৮)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

মো. হৃদয় বলেন, ‘আমি গরিব মানুষ, অন্যের সিএনজিচালিত অটো ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুদিন ধরে তিন সন্তান, বউ ও মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৫০০ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবকসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগাল করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

হৃদয়ের মা অরুণা বেগম বলেন, ‘বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। এ অবস্থায় অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের হাজিরা দেবে, এ চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে।’

মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, ‘প্রথমে আমি মাইক দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত