কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেরেছেন এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাঁর মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।
মাইকিং করা যুবকের নাম হৃদয় (২৮)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
মো. হৃদয় বলেন, ‘আমি গরিব মানুষ, অন্যের সিএনজিচালিত অটো ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুদিন ধরে তিন সন্তান, বউ ও মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৫০০ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবকসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগাল করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’
হৃদয়ের মা অরুণা বেগম বলেন, ‘বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। এ অবস্থায় অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের হাজিরা দেবে, এ চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে।’
মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, ‘প্রথমে আমি মাইক দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেরেছেন এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাঁর মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।
মাইকিং করা যুবকের নাম হৃদয় (২৮)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
মো. হৃদয় বলেন, ‘আমি গরিব মানুষ, অন্যের সিএনজিচালিত অটো ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুদিন ধরে তিন সন্তান, বউ ও মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৫০০ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবকসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগাল করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’
হৃদয়ের মা অরুণা বেগম বলেন, ‘বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। এ অবস্থায় অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের হাজিরা দেবে, এ চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে।’
মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, ‘প্রথমে আমি মাইক দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেআপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।
২১ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় শিক্ষাসফরের চারটি স্কুলবাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাস থেকে মালপত্র লুট করে নিয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ১০ দিনে এ সড়কে পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটল।
২৫ মিনিট আগেচটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে