কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের মোট আট হাজার টাকা জরিমানা করেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউনুস খান এ রায় দেন।
আহত আ. ছালাম শিমুহা দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাজিরগাও পশ্চিমপাড়া মসজিদের খতিব। তিনি উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণাকালে সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুজন আসামি পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার অন্য এক আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়।
দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন রুহুল আমিন। তিনি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেড় বছর কারাদণ্ডপ্রাপ্ত হলেন জাহাঙ্গীর মিয়া ও জীবন মিয়া। তাঁদেরও ২ হাজার করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া এক বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কাউসার মিয়া ও জসিম উদ্দিন। তাঁদের দুজনকে এক হাজার করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই একই গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, জমির বিরোধের জেরে ২০১৮ সালের ২০ জুন মসজিদের খতিব আ. ছালামের বাড়ির সীমানায় দেশীয় অস্ত্র নিয়ে এসে তাঁকে কোপানো হয়। এ সময় ছালামকে বাঁচাতে আসলে তাঁর তিন ছেলে ইখলাস, আলাউদ্দিন ও মিনহাজকেও কুপিয়ে আহত করে আসামিরা। পরে ছালামসহ আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন ২১ জুন ছালামের ছেলে ইখলাস উদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন। এদিকে আহতদের মধ্যে ইখলাসের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।
মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মাজহারুল ইসলাম খান আদালতে নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন এবং একজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন ফজলে কাদির মুকুল ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এহতাশেমুল হক চৌধুরী জুয়েল।
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের মোট আট হাজার টাকা জরিমানা করেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউনুস খান এ রায় দেন।
আহত আ. ছালাম শিমুহা দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাজিরগাও পশ্চিমপাড়া মসজিদের খতিব। তিনি উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণাকালে সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুজন আসামি পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার অন্য এক আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়।
দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন রুহুল আমিন। তিনি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেড় বছর কারাদণ্ডপ্রাপ্ত হলেন জাহাঙ্গীর মিয়া ও জীবন মিয়া। তাঁদেরও ২ হাজার করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া এক বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কাউসার মিয়া ও জসিম উদ্দিন। তাঁদের দুজনকে এক হাজার করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই একই গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, জমির বিরোধের জেরে ২০১৮ সালের ২০ জুন মসজিদের খতিব আ. ছালামের বাড়ির সীমানায় দেশীয় অস্ত্র নিয়ে এসে তাঁকে কোপানো হয়। এ সময় ছালামকে বাঁচাতে আসলে তাঁর তিন ছেলে ইখলাস, আলাউদ্দিন ও মিনহাজকেও কুপিয়ে আহত করে আসামিরা। পরে ছালামসহ আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন ২১ জুন ছালামের ছেলে ইখলাস উদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন। এদিকে আহতদের মধ্যে ইখলাসের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।
মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মাজহারুল ইসলাম খান আদালতে নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন এবং একজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন ফজলে কাদির মুকুল ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এহতাশেমুল হক চৌধুরী জুয়েল।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে