কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম।
অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’
তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’
ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম।
অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’
তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’
ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী ও সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ...
১১ মিনিট আগেদাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১৫ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
১৭ মিনিট আগেগোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
১৮ মিনিট আগে