Ajker Patrika

কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২: ৫১
কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম। 

অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’ 

তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’ 

ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত