কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম।
অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’
তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’
ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে অশোক মণ্ডল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার যুবক অশোক মণ্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে। অশোক মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম।
অশোক মণ্ডলের মা উর্মিলা মণ্ডল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মণ্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।’
তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, ‘অশোক মণ্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। তবে সে মাঝে-মধ্যে একটু নেশা করত। আমার জানা মতে তাঁর কোনো শক্র নেই।’
ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘অশোক মণ্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারব।’ তিনি আরও বলেন, অশোক মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৪ মিনিট আগেকুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
১৮ মিনিট আগেগাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
৪১ মিনিট আগেনাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
১ ঘণ্টা আগে