নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্স ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ট্র্যাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর উত্তেজিত হয়ে এই হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেল ৫টায় আন্দোলনকারীরা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেবিল, চেয়ার, আলমারি, এসি, ফ্যান ভাঙচুর করে। একই সময়ে পুলিশ বক্সের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর ও জানালার কাচ ভেঙে ফেলে।’ 

রেস্তোরাঁ কর্মচারী আসাদ বলেন, ‘বিকেলে চাষাঢ়া থেকে পুলিশ টিয়ার শেল ও গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছিল। তাদের চাষাঢ়া থেকে হটাতে হটাতে ২ নম্বর রেলগেট এলাকায় নিয়ে আসে। এ সময় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে হামলা চালায়। কিন্তু দুইটি অফিসের ভেতরে কেউ ছিল না। প্রায় ১৫ মিনিট ভাঙচুর করে তারা চলে যায়।’ 

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ট্র্যাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে চাষাঢ়া এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল ৬টার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়ে আশপাশের গলিতে অবস্থান নিয়েছে। তবে পুলিশ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা এখনো চাষাঢ়া গোলচত্বর এলাকায় পাহারা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত