প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঘাট এলাকায় কাঁচাপণ্যের ট্রাক অধিক হারে আটকে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। সোমবার বিকেল থেকে সকল ফেরি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। কারণ ঘাট এলাকায় আটকে পড়া ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।'
ফেরিতে যাত্রী পারাপারের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন সরাসরি উত্তর না দিয়ে বলেন, 'ফেরি সবগুলো চলবে। পণ্যবাহী ট্রাক আর যানবাহন পার করতে হবে। যাদের জরুরী প্রয়োজন তাঁরা পার হবেন।'
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে মোট ১৬ টি ফেরি রয়েছে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। তবে জরুরী যানবাহনের সাথে বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত পার হয়ে আসছে। এদিকে ফেরি কম সংখ্যক চলাচল করায় ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাতে বেশির ভাগই পচনশীল পণ্য। তাই সোমবার বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের এক ব্যক্তি বলেন, 'ফেরি চলাচল স্বাভাবিক করায় ঘরমুখী যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।'
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঘাট এলাকায় কাঁচাপণ্যের ট্রাক অধিক হারে আটকে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। সোমবার বিকেল থেকে সকল ফেরি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। কারণ ঘাট এলাকায় আটকে পড়া ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।'
ফেরিতে যাত্রী পারাপারের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন সরাসরি উত্তর না দিয়ে বলেন, 'ফেরি সবগুলো চলবে। পণ্যবাহী ট্রাক আর যানবাহন পার করতে হবে। যাদের জরুরী প্রয়োজন তাঁরা পার হবেন।'
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে মোট ১৬ টি ফেরি রয়েছে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। তবে জরুরী যানবাহনের সাথে বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত পার হয়ে আসছে। এদিকে ফেরি কম সংখ্যক চলাচল করায় ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাতে বেশির ভাগই পচনশীল পণ্য। তাই সোমবার বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের এক ব্যক্তি বলেন, 'ফেরি চলাচল স্বাভাবিক করায় ঘরমুখী যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
৩ মিনিট আগেআজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
২৩ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১০ ঘণ্টা আগে