অটোরিকশাচালক খুন, বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২২, ১৬: ১২
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬: ৫০

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ী গ্রামের আড়াই হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় ‘ফাঁসি চাই ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। শুক্রবার বেলা ১১টা দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাজারের বাঁশবাড়ী–জৈনা বাজার সংযোগ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, ‘খুনি রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চোর থেকে আজ বড় খুনি হয়েছে। এলাকায় মোবাইল, ল্যাপটপ, সিএনজি অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনি। সে বাইরের খুনি ভাড়া করে এনে নিরীহ অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে খুন করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।

নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, ‘আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিনের মা আর ভাই জড়িত। আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’ 

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, ‘এরই মধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’ 

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত