শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনের ইঞ্জিনের হুইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আবুল কালাম নামে শ্রীপুর স্টেশনের এক যাত্রী বলেন, ‘ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় দূর থেকে আগুন জ্বলতে দেখা যায়। এরপর অনেক যাত্রী ডাক চিৎকার শুরু করে। এরপর স্থানীয়রা দৌড়াদৌড়ি করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।’
শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আগুন দেখে ডাক চিৎকার শুরু করে। এরপর নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ট্রেনের বড় ধরনের যান্ত্রিক ত্রুটি হয়নি। ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে শ্রীপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে যায়।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
গাজীপুরের শ্রীপুরে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনের ইঞ্জিনের হুইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আবুল কালাম নামে শ্রীপুর স্টেশনের এক যাত্রী বলেন, ‘ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় দূর থেকে আগুন জ্বলতে দেখা যায়। এরপর অনেক যাত্রী ডাক চিৎকার শুরু করে। এরপর স্থানীয়রা দৌড়াদৌড়ি করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।’
শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আগুন দেখে ডাক চিৎকার শুরু করে। এরপর নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ট্রেনের বড় ধরনের যান্ত্রিক ত্রুটি হয়নি। ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে শ্রীপুর রেলওয়ে স্টেশন হতে ছেড়ে যায়।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৮ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৩ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১৮ মিনিট আগে