গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৫ হাজার ৮৪০ জন নিম্নআয়ের মানুষ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। আগামীকাল রোববার থেকে সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন।
বিক্রয়স্থলে সার্বক্ষণিক উপস্থিত থেকে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য উপজেলার নয়জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউএনও জানান, গোসাইরহাট উপজেলায় টিসিবি কর্তৃক বরাদ্দকৃত ৫ হাজার ৮৪০ জন কার্ডধারী ২ লিটার তেল ২২০ টাকায়, ২ কেজি চিনি ১১০ টাকায় এবং ২ কেজি মুশুর ডাল ১৩০ টাকায়, মোট ৪৬০ টাকায় বিক্রয় করা হবে। গোসাইরহাট পৌরসভা, গোসাইরহাট ইউনিয়ন ও কুচাইপট্টি ইউনিয়নের ডিলার মেসার্স রোজ ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী এমদাদ হোসেন বাবলু মৃধা, সামন্তসার, নাগেরপাড়া এবং আলাওলপুর ইউনিয়নের ডিলার মেসার্স ফরাজী এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল ফরাজী এবং ইদিলপুর, নলমুড়ি ও কোদালপুর ইউনিয়নের ডিলার মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন হাওলাদার।
তিনি আরও জানান, ইদিলপুর ইউনিয়নের বরাদ্দকৃত কার্ড সংখ্যা ৮৩২, কুচইপট্টি ইউনিয়নের ৬১১, কোদালপুর ইউনিয়নের ৭১৪, নলমুড়ি ইউনিয়নে ২৯৪, গোসাইরহাট ইউনিয়নে ৩৩৯, সামন্তসার ইউনিয়নে ২২১, নাগেরপাড়া ইউনিয়নের ৬৪১, আলাওলপুর ইউনিয়নের ৭০৭ এবং গোসাইরহাট পৌরসভার মোট ১৪৮১ জন ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন।
ইউএনও আরও বলেন, যেসব সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরা বিক্রয় কার্যক্রম সার্বিকভাবে সমন্বয় ও তদারকি করবেন। টিসিবির মালামাল বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত ট্যাগ টিমের সকল সদস্য নির্ধারিত স্থানে অবস্থান করবেন। ট্যাগ অফিসার হিসেবে গোসাইরহাট পৌরসভায় রয়েছেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) খায়রুল ইসলাম, নাগেরপাড়া ইউনিয়নে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আব্বাস আলী, সামন্তসার ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, আলাওলপুর ইউনিয়নে পল্লি উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, কোদালপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, গোসাইরহাট ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ইদিলপুর ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিপন মিয়া, নলমুড়ি ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজাদ মিয়া, কুচইপট্টি ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কুদ্দুস হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, টিসিবি, ডিলারবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৫ হাজার ৮৪০ জন নিম্নআয়ের মানুষ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। আগামীকাল রোববার থেকে সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন।
বিক্রয়স্থলে সার্বক্ষণিক উপস্থিত থেকে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য উপজেলার নয়জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউএনও জানান, গোসাইরহাট উপজেলায় টিসিবি কর্তৃক বরাদ্দকৃত ৫ হাজার ৮৪০ জন কার্ডধারী ২ লিটার তেল ২২০ টাকায়, ২ কেজি চিনি ১১০ টাকায় এবং ২ কেজি মুশুর ডাল ১৩০ টাকায়, মোট ৪৬০ টাকায় বিক্রয় করা হবে। গোসাইরহাট পৌরসভা, গোসাইরহাট ইউনিয়ন ও কুচাইপট্টি ইউনিয়নের ডিলার মেসার্স রোজ ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী এমদাদ হোসেন বাবলু মৃধা, সামন্তসার, নাগেরপাড়া এবং আলাওলপুর ইউনিয়নের ডিলার মেসার্স ফরাজী এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল ফরাজী এবং ইদিলপুর, নলমুড়ি ও কোদালপুর ইউনিয়নের ডিলার মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন হাওলাদার।
তিনি আরও জানান, ইদিলপুর ইউনিয়নের বরাদ্দকৃত কার্ড সংখ্যা ৮৩২, কুচইপট্টি ইউনিয়নের ৬১১, কোদালপুর ইউনিয়নের ৭১৪, নলমুড়ি ইউনিয়নে ২৯৪, গোসাইরহাট ইউনিয়নে ৩৩৯, সামন্তসার ইউনিয়নে ২২১, নাগেরপাড়া ইউনিয়নের ৬৪১, আলাওলপুর ইউনিয়নের ৭০৭ এবং গোসাইরহাট পৌরসভার মোট ১৪৮১ জন ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন।
ইউএনও আরও বলেন, যেসব সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরা বিক্রয় কার্যক্রম সার্বিকভাবে সমন্বয় ও তদারকি করবেন। টিসিবির মালামাল বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত ট্যাগ টিমের সকল সদস্য নির্ধারিত স্থানে অবস্থান করবেন। ট্যাগ অফিসার হিসেবে গোসাইরহাট পৌরসভায় রয়েছেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) খায়রুল ইসলাম, নাগেরপাড়া ইউনিয়নে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আব্বাস আলী, সামন্তসার ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, আলাওলপুর ইউনিয়নে পল্লি উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, কোদালপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, গোসাইরহাট ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ইদিলপুর ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিপন মিয়া, নলমুড়ি ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজাদ মিয়া, কুচইপট্টি ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কুদ্দুস হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, টিসিবি, ডিলারবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে