Ajker Patrika

বিয়েবাড়ির খাবার জব্দ করে দরিদ্রদের বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ২২: ০৬
বিয়েবাড়ির খাবার জব্দ করে দরিদ্রদের বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাজীপাড়া গ্রামে চলছিল বাল্যবিবাহের আয়োজন। রান্নাবান্না শেষ করে বরপক্ষের অতিথিদের জন্য অপেক্ষা করছিল পাত্রীপক্ষ। এরই মধ্যে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। জব্দ করেন ছয় হাঁড়ি খাবার। পরে সেগুলো আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

শরীয়তপুরের গোসাইরহাটে বাল্যবিবাহের অনুষ্ঠান থেকে খাবার জব্দ করেন  ভ্রাম্যমাণ আদালতগতকাল বৃহস্পতিবার দুপুরে কোদালপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কৃষক মহিউদ্দিন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাত্রীর মামা মুজ্জাম্মেল মালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিনি ভাগনিকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। এদিকে বিয়ে ভেঙে যাওয়ায় পাত্রীর মা জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হন।

মেয়ের বড় মামা সায়েদ মাল বলেন, ‘শুধু বিয়ে বন্ধ করে দিলে আমাদের আপত্তি থাকত না। খাবারগুলো নিয়ে গেছে, এটাতে সবার কষ্ট লেগেছে।’

ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ‘বিয়েবাড়ি থেকে খাবার জব্দ করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বিতরণ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত