শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে